Main Menu

মাদকাশক্তি প্রতিরোধে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

+100%-

advocacy১০ মে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ব্যুারোর তত্ত্বাবধানে ও বেসরকারী সংস্থা পায়াকট বাংলাদেশ এর সহযোগিতায় সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার রামকানাই হাই একাডেমী, বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং বিকাল ৪টায় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে মাদকাশক্তি প্রতিরোধ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেসী সভায় প্রতিটি স্কুলে ৫০ জন ছাত্র ছাত্রী করে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে রামকানাই হাই একাডেমীতে প্রধান শিক্ষক আবদুন নুর, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুর আলী। এতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন পায়কট প্রতিনিধি মোঃ নুরুন্নবী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম বকুল। এ্যাডভোকেসী সভায় মাদকাশক্তি প্রতিরোধ বিষয়ে বিদ্যালয়ে লিফলেট ও অন্যান্য আইইসি উপকরণ বিতরণ করা হয়।প্রেস রিলিজ






Shares