Main Menu

মাছিহাতা ইউনিয়নে মাঠ দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-
এম,আমজাদ চৌধুরী রুনুঃ নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে  বাংলাদেশ এ স্লোগান নিয়ে মাছিহাতা ইউনিয়নে সিআইজি মৎস্য চাষির পুকুর পাড়ে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় ২০২০-২০২১ আর্থিক সালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় মাছিহাতা ইউনিয়নে সিআইজি মৎস্য চাষির পুকুর পাড়ে মাঠ দিবস উপলক্ষে চিনাইর আদর্শ মৎস্যচাষী কমন্ড ইন্টারেষ্ট গ্রুফ (সিআইজি) সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোচ্ছাঃ রোজিনা আকতারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আমজাদ চৌধুরী রুনুর সঞ্চালনায় মাঠ দিবসের অবহিত করন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সামসুউদ্দিন (৩৩তম বিসিএস)।

এসময় প্রধান অতিথির আলোচনায় সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নে অন্তগত চিনাইর আদর্শ মৎস্যচাষী কমন্ড ইন্টারেষ্ট গ্রুফ (সিআইজি) সমবায় সমিতি লিঃ সদস্যদের মাছ চাষ সম্পর্কে মাননীয় প্রধান মন্রী শেখ হাসিনা সরকার কর্তৃক বিভিন্ন সরকারী সুযোগ সুবিধার ব্যাপারে অবহিত করেন ।

চাষীদের মধ্য থেকে বক্তব্য রাথেন চিনাইর প্রফেসর মাহাবুব আহম্মেদ ফাউন্ডেন এর ম্যানেজার মোঃ রাসেদ আহমেদ, বদিউল বাসার মোঃ বাবুল চৌধুরী, মোঃ দারু মিয়া চৌধুরী, কামরুল হাসান চৌধুরী লিটন, সামসুল হক ভূইয়া আমসু, ওসমান চৌধুরী, সাজিদুল ইসলাম, শাহাআলম মিয়া, নুর আলম চৌধুরী, খোকা চৌধুরী, জসিম উদ্দিন, মলি চৌধুরী, আমেনা বেগম. লাইলী বেগম প্রমূহ।

উল্লেখ্য মাননীয় প্রধান মন্রী শেখ হাসিনা সরকার কর্তৃক অসচ্ছল মৎস্যচাষী ও নিবন্ধীত জেলেদের সেলাই মেসিন, গবাদি পশু(গরু) দিয়ে সহযোগিতা করেছেন।

 এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, লিফ, সিআইজি সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।।






Shares