Main Menu

মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ৭ম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত

+100%-

মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ৭ম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাধারণ সম্মেলন গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০১৯, ১৬ রবিউল আউয়াল ১৪৪১) বিরাসার কবরস্থান জামে মসজিদের ২য় তলায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা ইসহাক এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফ্তী মুবারকুল্লাহ্, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার নায়েবে প্রিন্সিপাল আল্লামা আলী আযম কাসেমী।

স্বাগত বক্তব্য রাখেন মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হাসান উজানী। পুরস্কার বিতরণ ও সাধারণ সম্মেলন শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।