মহাসড়কে হিউম্যান হলার চলাচল বন্ধসহ আসামীদের গ্রেফতারের দাবীতে জরুরী সভা
সোমবার বিকাল ৫টায় শহরের মেড্ডাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে মোঃ অহিদ মিয়ার সভাপতিত্বে এবং মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার মহাসড়কে সুপ্রীম কোর্টের আদেশ স্থানীয় প্রশাসন কর্তৃক দ্রুত বাস্তবায়ন এবং মালিক সমিতির দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের এক যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহামান্য সুপ্রীম কোর্ট কর্তৃক যেখানে জেলার মহাসড়কে হিউম্যান হলার চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা আছে এবং উক্ত আদেশের কপি জেলার সকল প্রশাসনিক দপ্তরে সদয় অবগতি ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হইয়াছে সেক্ষেত্রে কিসের বলে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় হিউম্যান হলার দিব্যি চলাচল করিতেছে। তাহা আমাদের বোধগম্য নয়। তাছাড়া হিউম্যান হলারে নিয়োজিত লোকজনের বিরুদ্ধে মামলা থাখা সত্ত্বেও মামলার আসামীগণ প্রতিনিয়ত আমাদের বাস গাড়ী ভাংচুরসহ শ্রমিকদের মারধর করিতেছে তাহাও আমাদের বোধগম্য নয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উল্লেখিত অবৈধ যানবাহন জেলার বার বাহার আহবান জানাইতেছি। কিন্তু দুঃখের বিষয় দিনের পর দিন উল্লেখিত নিষিদ্ধ ঘোষিত যানবহানের লোকজন বেপরোয়া হইয়া উঠিতেছে তাহাতে আমরা মারাত্মকভাবে শংকিত। কেননা হিউম্যান হলার জেলার মহাসড়কে চলাচলের কারণে প্রায় প্রতিদিন মারাত্মক দুর্ঘটনাসহ শ্রমিকদের মধ্যে কলহ লেগে আছে যাহা যে কোন সময় মারাত্মক আকার ধারণ করিতে পারে।
এমতাবস্থায় আমরা স্থানীয় প্রশাসনের প্রতি পুনরায় আহবান জানাচ্ছি পরিবহন সেক্টরে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সুপ্রীম কোর্ট কর্তৃক আদেশকৃত হিউম্যান হলার মহাসড়কে চলাচলবন্ধসহ মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা আমাদের ব্যবসায়ের এবং শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিকসমিতির অধীনস্থ সকল সার্ভিসসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হব।