ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা একটি ভালো কাজ করে থাকে। এবছর ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা ভালো কাজ হিসেবে গতকাল শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলস্টেশন এলাকায় সুবিধা বঞ্চিত নিয়ে করা পথ তাঁরার স্কুলের ৬০ জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বিশ্বজিৎ পাল।
শুক্রবার দুপুর তিনটায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গনে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল মিলিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম শফিকুল্লাহ, কলেজের সহযোগী অধ্যাপক এ কে এম হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএমএ এর সাধারণ সম্পাদক চিকিৎসক আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, ব্রাহ্মণবাড়িয়া উপদেষ্টা শাহিন মৃধা। বক্তারা প্রথম আলোকে পত্রিকার পাশাপাশি একটি প্রতিষ্ঠান দাবি করে এর সাফল্য কামনা করেন।
সাংস্কৃতি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বন্ধু মেঘ, নিঝুম, শ্রেয়া। গান পরিবেশন করেন বন্ধু শরিফা আক্তার, স্নিগ্ধা আক্তার ও মেঘ। ছন্দ পরিবেশন করেন বন্ধু স্বপন মিয়। ১৮ বছর পূর্ণ হওয়ায় পুরো অনষ্ঠান সঞ্চালনা করেন ১৮ বছরের বন্ধু শারমিন আক্তার ও নাওমী মেঘ। অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন বন্ধু প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে বিপুল পরিমান দর্শকের সমাগম হয়।