Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

+100%-


ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার সকালে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফেরদৌস মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ট্রেনিং স্পেশালিষ্ট আব্দুস সামাদ, কনসালট্যান্ট মাহাবুবুর রহমান, প্রশিক্ষক নাজমা খাতুন ও মৌসুমী আক্তার। কর্মশালায় পৌর সভার ইনক্লুসিভ বাজেট, সম্পদ, ইমারত, বাৎসরিক মূল্যায়ন, বার্ষিক মূল্যায়নের প্রয়োজনীয়তা ও পৌরকর আরোপের সীমাবদ্ধতা বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ মোহাম্মদ আবুজর গিফারি, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসারসহ সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসকসহ ৪০জন অংশ গ্রহণ করেন।






Shares