Main Menu

বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২ হাজার রোগী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ট্যাংকেরপাড় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সাধারণ মানুষের উপর নির্যাতন, নিপীড়ন ও অন্যায়ের কারণে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে। তাই জনবিচ্ছিন্ন হতে হবে এমন কাজ থেকে বিরত থাকতে বিএনপি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব নেতাকর্মীকে জনসেবায় কাজ করতে হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মোঃ শামীম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মো: নোমান মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মকবুল হোসেন, ড্যাব নেতা আক্তার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সহ-সভাপতি রাশেদ কবির আকন্দ, যুবদল নেতা সৈয়দ তৈমুর, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, তানভীর রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট আরিফুল হক মাসুদ, সদস্য সচিব এডভোকেট ইয়াছিন মিয়া প্রমুখ।

পরে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনিসহ বিভিন্ন বিষয়ে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেছেন। চিকিৎসাসেবা নিতে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন এলাকা থেকে সেবাগ্রহীতারা ভিড় করেন। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২ হাজার রোগীকে এ ক্যাম্পে সেবা দেওয়া হয়। পাশাপাশি ফ্রি ঔষুধ বিতরণ করা হয়।

 

 






Shares