ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে দাদি নাতি করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৬২
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশু ও তার দাদি (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে তাদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত দাদি-নাতির বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামে। এর আগে ওই শিশুর বাবাও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (বুধবার) মোট ১৫৫ জনের রিপোর্ট এসেছে আমাদের কাছে। এর মধ্যে ওই দাদি-নাতির রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মোট আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছেন। আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।
(পরের সংবাদ) হালদারপাড়া-বাগানবাড়িতে ধাওয়া পাল্টা ধাওয়া, হিমেলসহ আটক ২২ »