Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ির উপর হামলা,নির্মাণ কাজে বাঁধা

+100%-

চাঁদা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে তার নিজ ভূমিতে নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শহরের পূর্ব মেড্ডা এলাকায়। এ ঘটনায় ভূক্তভুগি ছোট্ট মিয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, মোটা অংকের টাকার চাঁদা না দেওয়ায় তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযুক্তরা হলেন, মেড্ডা এলাকার কবির মিয়া, শাফি মিয়া, রমজান মিয়া, উজ্জ্বল মিয়া, কালো মিয়া, নূর ইসলামসহ অজ্ঞাত আরো ৭-৮ জন।

অভিযোগ সূত্রে জানাযায়, জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার ছোট্ট মিয়ার ক্রয়কৃত ৯.৫ শতক জায়গা রয়েছে। গত ৩১ আগস্ট সকালে ক্রয়কৃত জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ কাজ করতে গেলে একই এলাকার কবির রমজানগং তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এ সময় চাঁদা অস্বীকৃতি বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিতে থাকে। হুমকি ধমকির এক পর্যায়ে তাকে এলোপাতারি মারধোর শুরু করে। পরে তার আর্তচিৎকারে তার স্ত্রী ও মেয়ে’সহ স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।।

আহত ছোট্ট মিয়া বলেন, দীর্ঘদিন এই জায়গা নিয়ে মামলা মোকদ্দমা চলছিল। চলতি বছরের এপ্রিলের ২৫ তারিখ আমার পক্ষে মামলার রায় পেয়ে গত ৩১শে আগস্ট সীমানা প্রাচীরের নির্মাণ কাজ করতে আসি। এসময় স্থানীয় রমজান বাহিনী আমার কাছে ১০ লক্ষ টাকার চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় রমজানের নেতৃত্বে আমার উপর এলোপাতাড়ি হামলা করে আমাকে গুরুত্বর আহত করে। এসময় আমার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ মাহফুজ বলেন, রমজান বাহিনী তার ছেলে ভাতিজাকে নিয়ে এলাকায় বিভিন্ন সময় মানুষকে হয়রানি করে আসছে। সম্প্রতি ছোট্ট মিয়া তার নিজ মালিকাধীন জায়গার বাউন্ডারি করতে গেলে রমজান ও তার লোকজন চাঁদা দাবি করে এবং নির্মাণ কাজে বাধা দেওয়া চেষ্টা করে এবং তাকে মারধর করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।