বুধবার শিক্ষামন্ত্রী উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, সাংবাদিকদের সাথে মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ও একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় “ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়” এর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দাতিয়ারা বাইপাস রোড এলাকায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচলিক প্রফেসর ফাহিমা খাতুনসহ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়, মোকতাদির চৌধুরী বলেন, এ বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার ক্ষেত্রে একটি নতুনত্ব আনবে। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মেয়েদের আর কষ্ট করে দূরে যেতে হবে না। ঢাকার চেয়ে অনেক কম খরচে এখানে পড়াশুনা করা যাবে। এ ছাড়া মেধাবি-অসহায়দের জন্য শতভাগ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, বর্তমানে ভাড়া ভবনে কার্যক্রম শুরু করলেও আগামী ১০ বছরের মধ্যে তিতাস নদীর পূর্ব পাড়ে স্থায়ী ক্যাম্পাস নির্মানের পরিকল্পনা তাদের রয়েছে।
এদিকে, বুধবার ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস।