বই বিতরণ বিশ্বের মধ্যে একটি অনন্য উদাহরণ:: — নায়ার কবীর
শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সহ সভাপতি নায়ার কবীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়ে আসছে। এটি বিশ্বের মধ্যে একটি অনন্য উদাহরণ। এর ফলে বছরের প্রথম দিন থেকেই প্রতিটি শিক্ষার্থী নতুন বই নিয়ে পড়াশোনা শুরু করতে পারছে। আর এতে শিক্ষার্থীদের মধ্যে দূর হয়েছে ধনী ও দরিদ্রের বৈষম্য। বৃদ্ধি পেয়েছে শিক্ষার হার।’ গতকাল শুক্রবার সকালে শহরের পাইকপাড়াস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উপলক্ষে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক আশিকুল ইসলাম, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, শিক্ষক মনিরুল ইসলাম নিপু। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষক ও বই বিতরণ উৎসবের আহবায়ক আইয়ুব আলী। অনুষ্ঠান পরিচালনা প্রভাষক পঙ্কজ কুমার দেব।প্রেস রিলিজ