ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে প্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচের উদ্বোধন করলেন মুশফিকুর রহিম
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবে:উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে’ জেলা ক্রীড়া সংস্থা ও ‘ড্রিম ফর ডিস-অ্যাবিলিটি ফাউন্ডেশন’ এ প্রীতি ম্যাচের আয়োজন করে।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবে। ’
প্রীতিম্যাচে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ক্রিকেট একাদশ নির্ধারিত ৩ ওভারে ৪১ রান সংগ্রহ করে। জবাবে গাজীপুর গ্লোড়িয়ার্স ক্রিকেট ক্লাব ৫ উইকেটে মাত্র ১৩ রান করতে সক্ষম হয়। ২৮ রানে ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ক্রিকেট একাদশ জয়লাভ করে। এসময় স্টেডিয়ামে উপস্থিত মুশফিক ভক্তরা করতালি দিয়ে খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, হুইলচেয়ার ক্রিকেটে বাংলাদেশের হয়ে টাইগারদের দিল্লি জয়ের পর এবার এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটির তৈরিকৃত হুইলচেয়ার জাতীয় দল। সেই লক্ষ্যে আজ বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল হুইল চেয়ার ক্রিকেট টিমের শারীরিক প্রতিবন্ধীদের ক্রীড়া নৈপুণ্য।
প্রীতি ম্যাচের উদ্বোধন শেষে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অধিনায়ক মুশফিকুর রহিম জানান, শারীরিক প্রতিবন্ধীদের পাশে সব সময় আছেন তিনি। পাশাপাশি তিনি তাদের সাফল্য কামনা করেন। এছাড়া আসন্ন অস্ট্রেলিয়া দলের সঙ্গে সিরিজ নিয়েও নিজেদের প্রত্যাশার কথা বলেন তিনি।