Main Menu

নাসিরনগরে সংখ্যা লঘুদের মন্দির, বাড়িঘর ভাংচুর লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বামগণতান্ত্রিক শক্তির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ॥

+100%-

bamনাসিরনগরে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দান এবং তৎপরবর্তীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মন্দির, শতাধিক বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বামগণতান্ত্রিক শক্তি গতকাল সন্ধ্যায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

স্থানীয় আধুনিক পৌর মার্কেট প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়ে পরে একই স্থানে বামগণতান্ত্রিক শক্তির আহবায়ক এ্যাড. কাজী মাসুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি এ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, জেলা কমিউনিটি লীগের সম্পাদক মতিলাল বনিক, জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীয় সদস্য- নজরুল ইসলাম, জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক আবুল কালাম নাইম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুল নূর, সাবেক ছাত্রনেতা প্রদ্যোৎ নাগ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সাথী চৌধুরী, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক এ্যাড. লিটন দেব প্রমূখ।

সভায় বক্তারা প্রশাসনিক ব্যর্থতার জন্য নাসিরনগরের ইউএন ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারনের দাবীসহ ক্ষতিগ্রস্তদের ধর্মীয় প্রতিষ্ঠান পুনঃনির্মাণ সহ তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরনের দাবি জানান। একই দাবীতে বুধবার সকাল ৯ টায় স্থানীয় রেলস্টেশন চত্বর থেকে বাম গণতান্ত্রিক শক্তির উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।প্রেস রিলিজ






Shares