নাসিরনগরের হামলার ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীর আলমের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীর আলমকে (৩০) তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার পুলিশ জাহাঙ্গীরকে আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ নভেম্বর দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের কালাইশ্রীপাড়া থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বেণু মিয়ার ছেলে। তিনি স্থানীয় হরিণবেড় বাজারের আল-আমিন সাইবার পয়েন্ট ও স্টুডিওর স্বত্বাধিকারী।
« আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে চাতাল শ্রমিক নিহত (পূর্বের সংবাদ)