Main Menu

তামাকের ক্ষতিকর প্রভাব সম্বলিত প্রচারপত্র প্রদর্শন বাধ্যকতামূলক না করলে জরিমানা:: — জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

tamak

ব্রাহ্মণবাড়িয়ায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী সংস্থা ইপসা ও স্বদেশি’র আয়োজনে ও ক্যাম্পেইন ফর টোবাক্যো ফ্রি কিডস এর সহযোগিতায় গতকাল ৫ এপ্রিল, মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় “জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শামসুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশিরুল হক ভূইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বদেশি’র সৈয়দ আজিজুর রহমান। Tobacco and cancer

নির্ধারিত বিষয়ে বিড়ি, সিগারেট, ধূমপান ও জর্দ্দা গুল ইত্যাদি তামাক জাত দ্রব্য সেবনের ভয়ংকর ক্ষতিকর দিক প্রদর্শন করে এর উৎপাদন, বাজারজাতকরণ, ব্যবহার নিরুৎসাহিত করণ সহ তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা উপস্থাপনায় ও প্রশাসন, তামাকজাত দ্রব্য বিরোধী টাস্কফোর্স এর করণীয় কার্যক্রম প্রজেক্টরে উপস্থাপন করেন ইপসা’র স্মোক ফ্রি প্রজেক্ট এর টিম লিডার নাসিম বানু শ্যামলী।

কর্মশালায় অংশগ্রহণকারী সরকারী জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, টাস্কফোর্স কমিটির সদস্য এবং সাংবাদিকবৃন্দ তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সকল প্রতিষ্ঠানে পাবলিক প্লেস, পরিবহনে তামাকজাত দ্রব্য তথা সিগারেট বিড়ি জর্দ্দা গুল ব্যবহার হতে বিরত থাকার আহবান এবং এর ক্ষতিকর প্রভাব বর্ণনা সম্বলিত স্টিকার, প্রচারপত্র প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। তা না করলে প্রতিষ্ঠান প্রধানকে ১ হাজার টাকা জরিমানা করা হবে। ধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিরুৎসাহিত করতে টাস্কফোর্স জেলা উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করবে। এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সকল পত্রিকায় ও অনালাইনে গণবিজ্ঞপ্তি প্রচার করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম সিগারেট বিড়ি জর্দ্দাগুল ব্যবহার বন্ধ অথবা নিয়ন্ত্রণ করতে সর্বক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করায় গুরুত্বারোপ করে জনগণকে এ বিষয়ে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, তামাক উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হলে সংশ্লিষ্ট কৃষকদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার বলেন, ধূমপান ও জর্দ্দা গুলসহ চর্বণযোগ্য তামাক ব্যবহার নারী, পুরুষ, গর্ভস্থ শিশু সকলের স্বাস্থের জন্য ক্ষতিকর। এগুলো ব্যবহার বন্ধ করতে সকলকে সচেতন হতে হবে।

কর্মশালায় সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দসহ ইপসা’র স্মোক ফ্রি প্রজেক্টএর প্রোগ্রাম অফিসার মোঃ দিদারুল আলম ও প্রোগ্রাম একাউন্টস অফিসার মোঃ লুৎফুর রহমান।






Shares