জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচান সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে দক্ষিণ পৈরতলা পুনশ্চ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপ-মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট হুমায়ুন কবীর, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক আহম্মেদ, মোঃ জায়েদুল হক, কাছন মিয়া, জেলা স্বেচ্ছাসবকলীগের সাধারন সম্পাদক এম সাঈদুজ্জামান আরিফ, শহর স্বেচ্ছাসবকলীগের আহ্বায়ক এডঃ কামরুজ্জামান অপু, শহর যুবলীগের আহ্বায়ক আমজাদ হোসেন রনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হীরণ মিয়া, সাধারন সম্পাদক মোঃ শাহনেওয়াজ মিয়া, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, আলী আজম, অলি মিয়া, গিয়াস উদ্দিন সহ ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সকল শহীদানদের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন ।