Main Menu

বর্তমান সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ম্ভরতা অর্জন করেছে

কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে মোকতাদির চৌধুরী এম.পি

+100%-

mp51016ডেস্ক ২৪:: বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রবি মওসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, সরকার ভিশন ২০২১ বাস্তবায়নে নতুন নতুন কৃষি প্রযুক্তি কৃষকদের দোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। তিনি বলেন, দেশে এখন খাদ্য ঘাটতি নেই। বর্তমান সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ম্ভরতা অর্জন করেছে। এটা হয়েছে কৃষকদের জন্য। তিনি বলেন, দেশে সরিষার ও ভূট্টার ফলন বাড়াতে হবে। তিনি বিনামূল্যে পাওয়া সার ও বীজ যথাযথভাবে কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কাজী মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ মনিরুল হক মীর।  অনুষ্ঠানে সদর উপজেলার ৬৩০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৪০০জন কৃষককে সরিষা বীজ, ২০০জন কৃষককে বোরো ধান বীজ, ২০জন কৃষককে গম এবং ১০ জন কৃষককে ভুট্টা বীজ দেওয়া হয়। এছাড়া প্রতি বিঘা জমি চাষের জন্য প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমও পি সার, ৫ কেজি ধানের বীজ এবং ১ কেজি সরিষা বীজ দেওয়া হবে।






Shares