Main Menu

শেরপুর মাজারের তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন

আলহাজ্ব শফিকুল আলম এমএসসি’র দোয়া কামনা

+100%-

শেরপুর মীর শাহাবুদ্দীন (রহ.) দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও হযরত শাহ সুফী সৈয়দ মীর শাহাবুদ্দীন (রহ.) এর ২২০তম ওফাৎ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সম্পন্ন হয়েছে। মাহফিলের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি বিকেলে শেরপুরে ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে মাহফিল কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করে বলেন, এখানে আমার মা ও বাবার কবর রয়েছে। প্রতিনিয়তই আমি এখানে আসি। শুভেচ্ছা বিনিময়কালে তিনি ওয়াজ মাহফিলে আগত মুসল্লীদের নিকট দোয়া কামনা করেন। শফিকুল আলম এমএসসি বলেন, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়নে আমি সবসময় পাশে থাকব। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের লক্ষ্যে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হযরত শাহ সুফী সৈয়দ মীর শাহাবুদ্দীন (রহ.) মাজার কমিটির সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক ইলিয়াছ খানসহ মাদ্রাসা-মসজিদের মোতওয়াল্লীসহ মুসল্লীগণ।