ঈদের পাঁচদিন কারফিউ দেবে সৌদি আরব!
আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত পাঁচদিন এ কারফিউ জারি থাকবে বলে ঘোষণা দেওয়া হয়
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পাঁচদিনের ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে সৌদি আরব।
মঙ্গলবার (১২ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা বলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এ কারফিউ জারি থাকবে।
গত ২ এপিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়। পরে ২৬ এপ্রিল রমজান মাসের শুরুতে কেবল মক্কা ও তার আশপাশের এলাকা বাদে কারফিউটি শিথিল করা হয়। যদিও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি রয়েছে এমন এলাকায় এ লকডাউন বহাল রয়েছে।
প্রসঙ্গত, দেশটিতে এ পর্যন্ত ৪২,৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬৪ জন।
« ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত, বন্ধ থাকছে গণপরিবহন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে চাঁদা না পেয়ে দুই রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা »