Main Menu

পৌর এলাকার ভাদুঘরে বিভিন্নপূজামন্ডপ পরিদর্শন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে:: পৌর মেয়র নায়ার কবীর

+100%-

mayor81016রোববার অষ্টমীপূজায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর ঋষিপাড়া, সাহাপাড়া, মিস্ত্রীবাড়ি ও বান্নিঘাটসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আজিজুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সোহরাব, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হাসান, আওয়ামী লীগ নেতা দিলীপ প্রমুখ।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। শারদীয় দূর্গোৎসব সকলে মিলে মিশে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি এ সময় সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ