Main Menu

বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩৫, গুরুতর আহত ১ !

+100%-

বাঞ্ছারামপুর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকন্দি ও পাইকারচর দু’ দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় ।

রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ৩ টা পর্যন্ত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল,দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়, গোলাপ হোসেন নামে একজনের  বুকে টেটাবিদ্ব হলে গুরুতর আহত হয়েছে ।

বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে উল্লেখিত গ্রামবাসীর মধ্যে পাইকারচরের জব্বর চেয়ারম্যান ও তাতুয়াকান্দির আ.লীগ নেতা মো.ইকবাল হোসেন সাথে তর্কাতর্কি থেকে সংঘর্ষের ঘটনার সূত্রপাত শূরু হয় ।

পরে দুদল গ্রামবাসী ভিন্ন-ভিন্নভাবে জোটবদ্ধ হয়ে একে-অপরের উপর হামলা চালায় । এতে বেশ কয়েকটি ককটেল উভয় পক্ষ নিক্ষেপ করলে জনৈক শুক্কুর আলী নামে পথচারীর দুটি পা উড়ে যায় । সে এখন বাঞ্ছারামপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে।

এদিকে বুকে টেটাবিদ্ধ গোলাপকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো.আলাউদ্দিন জানান, বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে ফোর্স নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকা শান্ত রাখতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে ।






Shares