বাঞ্চারামপুরে ১ যুগ ধরে শিকলে বাঁধা কামরুল



![]() তার পরিবারের লোকজন জানান, জন্মের মাত্র ৩ বছর পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারায় শিশু কামরুল হাসান। দিনমজুর কামাল হোসেন অর্থাভাবে পুত্রের সঠিক চিকিৎসা করাতে পারেনি। মানসিক ভারসাম্য হারিয়ে কামরুল ঘরের জিনিসপত্র ও খাবার-দাবার নষ্ট করে ফেলত। মাঝে মাঝে আশপাশের বাড়িতে গিয়ে তাদের মালামালও নষ্ট করতো। হারিয়ে যেত বিভিন্ন জায়গায়। ![]() কামরুল হাসানের মা সামছুন নাহার বলেন, আমার ভাল ছেলেটা টাইফয়েড জ্বরে পাগল হয়ে গেছে। ঘরের মালামাল ভাংচুর ও হারিয়ে যাওয়ার ভয়ে তাকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখি। কামরুলের পিতা দিনমজুর কামাল হোসেন বলেন, অভাবের সংসারে ছেলেটার উন্নত চিকিৎসা করাতে পারিনি। জ্বরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হারিয়ে যাওয়ার ভয়ে তাকে শিকলে বেঁধে রাখি। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সাব মিয়া বলেন, জন্মের কিছুদিন পরেই সে পাগল হয়ে যায়। বাপ-মা তাই শিকল দিয়ে বেঁধে রাখে। আমি মাঝে মধ্যে তাকে সাহায্য সহযোগিতা করি। এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১২ বছর যাবত একটি ছেলে শিকলে বাঁধা অবস্থায় খোলা আকাশের নিচে আছে এটা দুঃখজনক। আমি খোঁজ নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করব। |
« নাসিরনগরে দ্বিতীয় দিনেও ঢিলেঢালাভাবে হরতাল পালিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ৩ জন নারীর বিষপানে আত্মহত্যা »