Main Menu

Thursday, April 1st, 2021

 

বিজয়নগরে বুধন্তিতে টিকা কার্যক্রম উদ্বোধন

মো,জিয়াদুল হক বাবুঃকরোনার ২য় ধাপে বিস্তার ঠেকাতে লোকজনের সহায়তার জন্য বিজয়নগরের বুধন্তি ইউনিয়ন পরিসদে আজ দিনব্যাপী করোনার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।এসময় উপস্তিত ছিলেন ডাঃ মোঃ ফাহাদ, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিতু মিয়া, সেচ্ছা সেবকলীগ নেতা জুয়েল ভুইয়া, শেখ মহিবুল হাসান, মোঃ মহিউদ্দিন, মো,তফিক খন্দকার, হাজেরা বেগম, তাপস পাল, সজর রায় পোদ্দার, উৎপল সরকার, মোঃ আব্দুর রউফ, সাইফুল ইসলাম, কাজী শাহীন মিয়া, পলি রাণী কুন্ডু, কারিমন বেগম, মোঃ মনির হোসেন, মাসুম, শাহজাহান প্রমুখ।


হেফাজতের তান্ডব: কঠোর আইনি পদক্ষেপ চান ব্রাহ্মণবাড়িয়ার ৫ মেয়র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে সুরের রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি পৌরসভার মেয়র যথাক্রমে, ১) মো: তাকজিল খলিফা, মেয়র, আখাউড়া পৌরসভা, ২) মিসেস নায়ার কবির, মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ৩) অ্যাডভোকেট শীব শংকর দাস, মেয়র, নবীনগর পৌরসভা, ৪) মো: তফাজ্জল হোসেন, মেয়র, রাঞ্ছারামপুর পৌরসভা, ৫) মো: এমরান উদ্দিন জুয়েল, মেয়র কসবা পৌরসভা; এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। একই সাথে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবিকরছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজীব শতবর্ষকে প্রশ্নবিদ্ধ করতে এইবিস্তারিত


কসবায় ভ্রাম্যমান আদালতের অভিযান:: মাস্ক বিতরণ, ৩জনকে জরিমানা

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কসবায় ভ্রাম্যমান আদালতের অভিযান সহ মাস্ক বিতরণ করা হয়। মাহে রমজান আগমন উপলক্ষে ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ রাখতে আজ দুপুরে কসবা পুরাতন বাজারে ভ্রাম্যমান অভিযানসহ করোনায় জনসচেতন করতে মাস্ক বিতরণ এবং ৩জনকে ভোক্তা আইনে জরিমানা করা হয়ছে । কসবা পুরাতন বাজারে বেজাল খাদ্যদ্রব্য প্রতিরোধ, বাজার ধর নিয়ন্ত্রণ রাখতে এক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। একই সাথে করোনা থেকে রক্ষা করতে জনসচেতনার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মাসুদ উল আলম ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেষ্টবিস্তারিত


হেফাজতের তান্ডব : ১০৭ জনের নামে ও অজ্ঞাত ২০ হাজার জনকে আসামী করে ১৮ মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১০৭ জনের নামে ও অজ্ঞাত ২০ হাজার জনকে আসামী করে ১৮টি মামলা করা হয়েছে। আর এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ২১ জন। পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫টি, আশুগঞ্জ থানায় ২টি এবং সরাইল থানায় ১টি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানার পুলিশ ১৮ জনকে এবং আশুগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত হেফাজতের সমর্থকদের সংর্ঘষে এতে ১২ জন নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রহিম জানান, এ পর্যন্ত থানায় ১৫টিবিস্তারিত


৫৭৬টি মাদ্রাসায় বছরে ৭০০ কোটি টাকা যোগান দেন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন_আইজিপি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবে পুড়ে যাওয়া ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি এসব স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মামলা করেন। ভয় পাবেন না। যা হয়েছে, সবই জঙ্গি কর্মকাণ্ড। যারা ধ্বংস করেছে, তাদের চিহ্নিত করতে হবে।’ দুপুর পৌনে ১২টায় বেনজীর আহমেদ হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আসেন। সেখান থেকে তিনি হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, বঙ্গবন্ধু স্কয়ার, সুরসম্রাট দ্য আলাউদ্দিন সংগীতাঙ্গন, সদর উপজেলা ভূমি কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, আনন্দময়ী কালীবাড়িবিস্তারিত


ছবি ও ভিডিও দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে..আইজিপি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজির আহমেদ। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রেল স্টেশন, পৌর সভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, ভূমি অফিস, সুর সম্রাট ওস্তাত আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কিছু ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসে বিক্ষুব্ধদের হামলায় আহত প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ অন্যন্য আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন। এ সময় তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনিবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনে আইজিপি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ । বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত জেলা শহরের রেল স্টেশন, পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ভূমি অফিস সদর, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কিছু ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসে আহত প্রেসক্লাব সভাপতিসহ অন্যান্য আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন ড. বেনজীর। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরের পর তিনি সার্কিট হাউজে প্রেস ব্রিফিং করবেন। এর আগে শুক্র (২৬ মার্চ), শনি ওবিস্তারিত