Main Menu

Thursday, May 14th, 2015

 

ভাব সঙ্গীতে সরাইলের শান্তুনু জাতীয় পর্যায়ে

সরাইল প্রতিনিধিঃ ভাব সঙ্গীত প্রতিযোগীতায় তিন ধাপ পেরিয়ে সরাইলের শান্তুনু ভট্রাচার্য্য এখন জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতা প্রমানের প্রস্তুতি নিচ্ছে। দেশ সেরা হওয়ার ব্যপারে দৃঢ় আত্মপ্রত্যয়ী এই শিশু শিল্পি। সরাইল উপজেলার চুন্টা গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান শান্তুনু। স্থানীয় চুন্টা এসি একাডেমির সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। বাবা দীপক ভট্রাচার্য্য গ্রামের তারা সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ ও মা মাধবী ভট্রাচার্য্য মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষিকা। বিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ শিশু একভাডেমি কর্তৃক আয়োজিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০১৫’-এ অংশ গ্রহন করে গত ১০ জানুয়ারি নিজ উপজেলায় ভাব সঙ্গীত ‘ক’ বিভাগে শান্তুনু প্রথম হয়। জেলাবিস্তারিত