Main Menu

কান্দিপাড়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ১ জনকে কুপিয়ে হত্যা :: গ্রেফতার ১

+100%-

ষ্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় চার সন্তানের জনক সালাল মিয়া (৩৬) নামে রিছাল হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল মঙ্গলবার ৯ জুন বিকেলে তিতাস নদীতে গোসল করতে গেলে প্রতিপক্ষ কাঞ্চন মিয়ার লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মৃত সালাল মিয়া কান্দিপাড়া মহল্লার মৃত সায়েব আলীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছোট ভাই।  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৩১ অক্টোবর  কান্দিপাড়া মহল্লার ইয়াছিন পাঠানের ছেলে রিছাল পাঠানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক ও তার লোকজন। মৃতের চাচাত ভাই খলিলুর রহমান জানান, সালাল মিয়া রিছাল হত্যার ঘটনায় জামিনপ্রাপ্ত আসামি। মঙ্গলবার বিকেলে তিনি তিতাস নদীতে গোসল করতে গেলে পরিকল্পনা অনুযায়ী কাঞ্চন মিয়ার লোকজন রাম দা দিয়ে সালালের মাথা, দুই হাত ও দুই পায়ে এলোপাতারি কোপায়। এ ঘটনায় মডেল থানার পুলিশ গতরাতে হত্যাকারী চক্রের সদস্য রিগানকে গ্রেফতার করেছে এবং রিছালের মা রহিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।






Shares