Main Menu

ইসরায়েল দূতাবাসে হামলায় বাংলাদেশি হুজি জড়িত’

+100%-
নয়া দিল্লিস্থ ইসরায়েলি দূতাবাসে ১৩ ফেব্র“য়ারির বোমা হামলার পেছনে বাংলাদেশি জঙ্গি সংগঠন হরকতুল জিহাদি ইসলামি (হুজি) জড়িত বলে জানিয়েছে ভারতের গোয়েন্দা ও কুটনৈতিক সূত্র। ‘শীর্ষ পর্যায়ের সূত্রের বরাতে বুধবার বিকেলে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী বৈকালিক দৈনিক মিড ডে। এর আগে এ হামলার জন্য ইরান ও লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছিল ইসরায়েল। ভারতের গোয়েন্দা সূত্র মিড ডে কে জানিয়েছে, বোমা হামলার দিন বাংলাদেশের কক্সবাজারের একটি স্যাটেলাইট ফোন থেকে নয়া দিল্লির একটি মোবাইল ফোনে দুই বার কল করা হয়। এর এক সপ্তাহ আগেও ওই স্যাটেলাইট ফোন থেকে নয়া দিল্লির ওই মোবাইল ফোনটিতে একবার কল করা হয়েছিল। গোয়েন্দা সূত্র জানিয়েছে, বোমা হামলার পর থেকে ওই মোবাইল ফোনটি বš রয়েছে।

সূত্রে দাবি, ওই স্যাটেলাইট ফোনটি হুজির এক সদস্যের। যা দিয়ে পাকিস্তানের লস্করি তাইয়েবা ও ইনডিয়ান মুজাহিদিন এর সঙ্গে যোগাযোগ করা হতো। নয়া দিল্লির আওরঙ্গজেব সড়কের ইসরায়েল দূতাবাসে এই বোমা হামলায় এর আগে ইরানকে দায়ী করা হলেও, এখন ইনডিয়ার গোয়েন্দারা এর পেছনে বাংলাদেশ এবং পাকিস্তানের ইসলামি সংগঠনগুলোকে সন্দেহ করছে।






Shares