Main Menu

নবীনগরে বিদ্যুত বিহীন ১৬ ঘন্টা

+100%-
এস.এ.রুবেল/নবীনগর সংবাদদাতা:  গতকাল রবিবার রাতে (৮.৩০ মি:) নবীনগরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গাছ উপড়ে সংযোগ তার ছিড়ে সদর সহ উপজেলার সর্বত্র ১৬ ঘন্টা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল। আজ দুপুর ১১ টার দিকে স্থানীয় পল্লিবিদ্যুত সূত্রে জানা গেছে, গতকালের আকস্মিক ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানের বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় নবীনগরে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত  পল্লিবিদ্যুত অফিসের কর্মীরা রাত থেকে বিদ্যুত লাইনের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানান। এছারা ও নবীনগর- কোস্পানিগঞ্জ সড়কে বাতাসে গাছ উপড়ে যাওয়ায় যান চলাচলকারীরা ভোগান্তির শিকার হন।


Shares