Main Menu

শোক সংবাদ ::মন্তোষ কুমার চক্রবর্তী

+100%-

নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার ভোলাচং গ্রামের সাহা পাড়ার বিশিষ্ট্য সমাজ সেবক মন্তোষ কুমার চক্রবর্তী আর নেই (বিব্যান লোকান স্বগচ্ছতু)। গতকাল শনিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বিকেলে ভোলাচং মহাশ্বশানে তার লাশ দাহ করার সময় ভূবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহোৎসব কমিটির আয়োজনে এক তাৎক্ষনিক শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এড. শিব সংকর দাস,সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,সংঞ্জয় সাহা, শ্যামা প্রশাস চক্রবর্তী শ্যামল,জালাল উদ্দিন মনির,প্রধান শিক্ষক আমির ফয়সাল,পার্থ পাল,জগদিশ সাহা,ক খ ম হযরত আলী,মশিউর রহমান রুবেল প্রমুখ।


Shares