Main Menu

শোক সংবাদ :: আমেনা বেগমের ইন্তেকাল

+100%-

shok

নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের মরহুম আলহাজ্ব মোঃ মস্তু মিয়ার স্ত্রী আমেনা বেগম (৯০) গত শনিবার রাতে ভোলাচং গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে—-রাজেউন) তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজুর খালাম্মা। মৃত্যুকালে তিনি এক কণ্যা ও ৪ পুত্র সহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেেেছন। গতকাল রবিবার বাদ জোহর ভোলাচং হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে ভোলাচং কবরস্থানে দাফন করা হয়।


Shares