সাকিবের দুর্ভাগা কপাল : জরিমানা তিন লাখ টাকা ও তিন ম্যাচ নিষিদ্ধ
সঞ্জয় কর্মকার(নিজস্ব প্রতিবেদক): সাকিব আল হাসানের ক্রিকেটীয় প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারও। সব ধরনের ক্রিকেটে তার ছাপ তিনি রেখেই চলেছেন দিনের পর দিন। বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাবও বেশ কয়েকবার নিজের করে নিয়েছেন সাকিব। ভারতীয় প্রিমিয়ার লীগ, কাউন্টি ক্রিকেটে, অস্ট্রেলিয়ার বিগব্যাশেও সাকিব নিজেকে চিনিয়েছেন, উজ্জ্বল করেছেন লাল সবুজের পতাকা। সেই সাকিবই কিনা, কোটি কোটি ক্রিকেটপ্রেমীয়দের হৃদয় ভাঙলেন। মাঠের পারফরমেন্সে নয়, ভক্তদের হতাশ করলেন ক্যামেরার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে! দেশসেরা ক্রিকেটারের কাছে এমন অহমিকাপূর্ণ আচরণ সহজে মেনে নিতে পারেনি দেশের সাধারণ মানুষ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, পত্রিকা ও ব্লগে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ফেইসবুকে আপলোড করা তার অশালীন ভিডিও দেখে অনেকে তাকে দল থেকে বাদ দেয়ারও অনুরোধ করেছেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। আউট হয়ে ফিরে যাওয়ার পর একটি তোয়ালে গায়ে ড্রেসিংরুমে বসেছিলেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারকে এ সময় দুইবার টিভি ক্যামেরার মাধ্যমে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। কিন্তু তৃতীয়বার ক্যামেরার সামনে ঘুরতে দেখে বিরক্তি প্রকাশ করে যে অশালীন ভঙ্গিটি করেন সাকিব, তা বিস্ময়কর এবং হৃদয়বিদারক। তিনি ক্যামেরার সামনে ভয়ানক অশ্লীল ভঙ্গিতে নিজেকে তুলে ধরেন। যা ওই সময়ই অনেক দর্শকের চোখে পড়ে, এরপর ভিডিওটি ইউটিউবের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। যা দেখে ধিক্কার দিতে থাকেন সাধারণ মানুষ। উল্লেখ্য, সাকিব আল হাসানের অশোভনীয় আচরণের এটাই শুধু প্রথম দৃষ্টান্ত নয়। এর আগে ২০১১ বিশ্বকাপেও কাণ্ডজ্ঞানহীন এক আচরণের মাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি। গতকালের ম্যাচের এই ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় বিসিবির শৃঙ্খলা কমিটির শুনানিতে ডাকা হয় সাকিবকে। সেখানে সাকিব আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টা না করে সরাসরি দোষ স্বীকার করেন। পরে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শাস্তির কথা।