Main Menu

দ্রুত জাতীয় নির্বাচন ও সংলাপে বসার দাবি ফখরুলের

+100%-

mirzaনুর এ আলম ছিদ্দিকী=দেশে রাজনৈতিক সঙ্কট উত্তরণে দ্রুত অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সংলাপে বসার আহবান জানিয়েছেন তিনি।
মহাসচিব হওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, নির্যাতন-নিপীড়ন বাদ দিয়ে আপনারা বেগম খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে আলোচনার মধ্য দিয়ে অতি দ্রুত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে হবে, সবার কাছে যেটা গ্রহণযোগ্য হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে, তার অবসান করে বাংলাদেশকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সমালোচনা করেন ফখরুল।
সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনের কার্যালয়ে আসার পর দলের নেতাকর্মীরা মহাসচিবকে ফুল দিয়ে বরণ করেন। পরে মির্জা ফখরুলকে নেতা-কর্মী ও অফিস কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে আলাদাভাবে অভিনন্দন জানানো হয়।






Shares