Main Menu

বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচন::দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০

+100%-

ডেস্ক ২৪:: জেলার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পৌর এলাকার জগন্নাথপুর ভোটকেন্দ্রে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলা সদরের কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন ও মুনির হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি ও চিত্রসাংবাদিক প্রকাশ লাল দাসসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে উপজেলা সদরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোটগ্রহণের সময় দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।






Shares