Main Menu

২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে সাধারণ জনস্বার্থে বিবেচনার জন্য ৭ দফা দাবিতে ওয়ার্কাস পার্টির স্মারকলিপি

+100%-

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুর্নীতি লুটপাট বন্ধে কার্যকরী উদ্দ্যোগসহ সামাজিক সুরক্ষা সুষম উন্নয়নের সাধারণ জনস্বার্থের বাজেট প্রনয়নের লক্ষ্যে ৭ দফা দাবিতে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে বিবেচনার জন্য অর্থমন্ত্রীর বরাবরে গতকাল সোমবার সকালে বিজয়নগরে ওয়ার্কার্স পার্টি স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন বিজয়নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, , যুবমৈত্রীর আহবায়ক সঞ্চয় রায় পোদ্দার, যুগ্ম আহবায়ক সুভাস রায় চৌধুরী, ইয়াছির আরাফাত, বিষ্ণুঘোষ, রায়মোহন চৌধুরী, বিল্লাল মিয়া, অপূর্বদেব, ফরিদ মিয়া, প্রমূখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয় বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত বন্ধ করা, সমুদ্র বন্দর, জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে না দেয়া, বিএন.পি-জামাতের সহিংসতার কারনে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহজ শর্তে সুদমুক্ত কৃষি ঋণ দেয়া, খেতমজুর ও কৃষকের স্বার্থ রক্ষায় ‘কৃষি আদালত’ প্রতিষ্ঠা কর, সমতলের আদিবাসীদের আর্থ- সামাজিক উন্নয়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সঙ্গে সমতলের আদিবাসীদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ ডিভিশন গঠন করা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়ন, আন্তঃ জেলা রেল  যোগাযোগ স্থাপনে বিশেষ পরিকল্পনা গ্রহন, সরকারি- বেসরকারি শিক্ষকদের অভিন্ন ও স্বতন্ত্র বেতন কাঠামো নিশ্চিত করা। শ্রমিকের জন্য মজুরি কমিশন গঠন করা পল্লী রেশনিং চালু, দুর্নীতি প্রতিরোধ কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহন ও কালো টাকাকে বৈধ করা বন্ধ করা। প্রেস বিজ্ঞপ্তি






Shares