Main Menu

তরুনদের কাঁধেই বর্তমান বাংলাদেশ, তারাই পারবে দেশকে এগিয়ে নিতে-পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, যুব সমাজ দেশের প্রাণ শক্তি। আজকে যারা যুবক তাদের তারুণ্য দিপ্ত প্রাণশক্তি দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার। প্রগতিশীল তরুনরাই পারে দেশের দূর্দিনে অতন্দ্র প্রহরীর ন্যায় পাহারা দিতে। কিন্তু বর্তমানে মাদাকসক্তি তরুণদের দেশপ্রেম, সমাজপ্রেম, পরিবারপ্রেম এমনকি মানবপ্রেমকে ধ্বংশ করে দিচ্ছে। এই মাদকাসক্তি থেকে দেশকে বাঁচাতে হলে তরুন সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন মাদকমুক্ত তরুনরাই পারবে দেশকে একদিন বিশ্বর বুকে মাথা উচু করে দাড় করাতে। যেমনি ভাবে গত কয়েকদিন পূর্বে ক্রিকেট পরাশক্তি ইংলেন্ডকে পরাজিত করে বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে তুলে ধরেছে। তিনি এসময় বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। মেয়র গতকাল বুধবার সন্ধ্যায় মধ্যপাড়ায় আমরা.কম এর উদ্যোগে আয়োজিত প্রীতি নাইট ম্যাচ টিভি কাপ টেনিস ক্রিকেট এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহসান কাওছার, পৌর সচিব মোঃ ইসহাক ভুইয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম দুলাল, গুণীজন সংবর্ধনা পরিষদ সভাপতি মোঃ আব্দুল বাসেত, মধ্যপাড়ার বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।- খবর বিজ্ঞপ্তি






Shares