Main Menu

বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় এগিয়ে আসলেই আমাদের ছেলে মেয়েরাও অনেক দূর এগিয়ে যেতে পারবে- মোকতাদির চৌধুরী

+100%-

ডেস্ক ২৪::রোববার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষক গণের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক সাঈদ কুতুব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক। প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রাথমিক শিক্ষার প্রসার ঘটাতে জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজে করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যেই ল্যাপটপ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হবে। তিনি এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানের উপর ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে হবে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় এগিয়ে আসলেই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের ছেলে মেয়েরাও অনেক দূর এগিয়ে যেতে পারবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরের ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ১টি করে ল্যাপটপ তুলে দেন।






Shares