Main Menu

টাউন খালের উত্তর পাড় অবৈধ লীজ বাতিলের আশ্বাসঃঃব্রাহ্মণবাড়িয়া চেম্বারের কৃতজ্ঞতা জ্ঞাপন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক, উর্ধ্বতন সহ সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম মাহফুজ ও সহ সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন, গত ১৯ ফেব্রুয়ারি ২০১৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে এবং সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত টাউন খালের উত্তর পাড় অবৈধ বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে খাল পাড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত প্রতিবাদ সভায় বক্তাগণ বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিগুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত টাউন খালের উত্তর পাড় কোন অবস্থাতেই দোকানপাট নির্মান করা সম্ভব নয়। কারণ এই এলাকায় শহরের সবচেয়ে বড় পাইকারী বাজারগুলো রয়েছে এবং তাদের মালামাল লোড-আনলোড এই স্থান থেকেই করতে হয়। যদি এস্থানে দোকান নির্মান করা হয় তাহলে বাজারের ব্যবসায়ীদের ব্যবসা- বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হবে। তাই অনতিবিলম্বে অবৈধভাবে দেওয়া বন্দোবস্ত বাতিল করে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ সৃস্টি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছিলেন।
পরে এই দিন বিকালে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী’র নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় জনাব র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি অত্র চেম্বারের নেতৃবৃন্দকে অবগত করেন টাউন খালের উত্তর পাড় কোন অবস্থাতেই লীজ দেওয়া যাবে না এবং তিনি বলেন, এ জায়গাটি ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এতে ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোড হয়। এ জন্য তিনি ব্যবসায়ীদের দাবিকে সমর্থন করে উক্ত টাউন খাল লীজ বাতিলের পদক্ষেপ নেবেন বলে অত্র চেম্বারকে আশ্বস্ত করেন। বিবৃতিতে চেম্বারের নেতৃবৃন্দ টাউন খালের লীজ বাতিলের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।প্র্রেস বিজ্ঞপ্তি






Shares