Main Menu

আখাউড়ায় সপ্তাহ ব্যাপী শাহপীর কল্লাহ শহীদ (রঃ) এর বার্ষিক পবিত্র ওরশ শুরু

+100%-


রবিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রঃ) প্রকাশ্যে শাহপীর কল্লাহ শহীদ(রঃ) এর সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক শুরু হয়েছে। প্রতিদিন হালকা জিকির, ওয়াজ নসিহত, দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আযোজন করা হয়েছে।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত আশেকান ট্রেন, নৌওসড়ক পথে ওরশে অংশ গ্রহণের জন্য আসছে।
ওরশ উপলক্ষে প্রায় এক কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান। ্আইন  শৃংখলা রক্ষায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্র্য বিভাগের মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
আগামী ১৪ আগষ্ট  বৃহস্পবিাররাতে বিশেষ মোনাজাত ও ১৬ আগষ্ট  ভোরে ওরশের  সমাপ্ত হবে।


Shares