Main Menu

“আলোকিত মানুষ” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হচ্ছে

+100%-

কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ::গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি’ নির্বাচনী (ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন) এলাকার উন্নয়নের ছবি নিয়ে “ছবি কথা বলে” এ্যালবাম  প্রস্তুতি এবং “আলোকিত মানুষ”নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (শর্টফিল্ম) নির্মাণ কাজ দ্রুত চলছে। মাননীয় আইনমন্ত্রীর এপিএস ও বাংলাদেশ আওয়ামীলীগ কসবা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবনের সার্বিক ব্যবস্থাপনায় কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালীর সম্পাদনায় এবং ডিটিভি প্রচারণী মিডিয়ার ব্যানারে এই “আলোকিত মানুষ” নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির (শর্টফিল্ম) প্রায় ৩০ ভাগ কাজ এগিয়ে চলেছে । গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর  বুনিয়াদি প্রশিক্ষণ প্রাপ্ত আলোকচিত্র গ্রাহক খ.ম.হারুনুর রশীদ ঢালী স্থানীয় সাংবাদিকদেরকে জানান প্রায়  বিপুল পরিমান ছবি দিয়ে“ ছবি কথা বলে” নামে এই এ্যালবামটি প্রস্তুতি শেষে  এবং  একই সাথে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (শর্টফিল্ম) মাননীয় আইনমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়নের কর্মকান্ড আর স্ব-কথামালা দিয়ে “আলোকিত মানুষ” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির (শর্টফিল্ম) অবশিষ্ট ৭০ ভাগ কাজ শেষ হলেই সুবিধামত স্থান ঢাকা অথবা  ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ অডিটরিয়াম কসবায় প্রদর্শনী করার কথা জানান। এবং প্রদর্শনীর শেষে কসবা-আখাউড়া উপজেলা ১৫ টি ইউনিয়ন, ২টি পৌর সভা,বাজার,ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ক্যাবল নেটওর্য়াক ভিশনে যাত্রা শুরু হবে। যাতে করে ঘরে বসে ঢালীর কারিশিমায় স্মৃতিবিজরিত  চমৎকার ক্যামের ফ্রেমে বন্দি করা দৃশ্যবলি নির্মিত “আলোকিত মানুষ” নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সকল শ্রেনী পেশার নারী-পুরুষ দেখতে পাবে । দেশে এই প্রথম উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের দৃশ্য ধারণ করে  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ছবি কথা বলে এ্যালবাম তৈরী করা হচ্ছে। এই অসাধারণ ও  চমৎকার কাজটি করার সুযোগ করে দিয়েছেন মাননীয় আইনমন্ত্রীর এপিএস ও বাংলাদেশ আওয়ামীলীগ কসবা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। এই উদ্যোগকে সমর্থন ও সাহস যুগাইয়েছেন আলোকচিত্র গ্রাহক ঢালীর পরিবারের সদস্য বৃন্দ সহ কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল ও যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন ও কসবা পৌর সভা চড়নাল গ্রামের কৃতি সন্তান ও নবীনগর সাব রেজিষ্ট্রি অফিস সহকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক প্রমুখ। বিশাল বাজেটে এ্যালবাম আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলোকিত মানুষের  দিকনির্দেশনা,কাহিনী ও সংলাপে রয়েছেন মিসেস পারুলা রশীদ ঢালী পায়েল। আর ক্যামেরা কারিগরী সহযোগিতায় আছেন মুকুট ডিজিটাল মিডিয়ার স্বত্বাধিকারী ঢালীর  দ্বিতীয় ছেলে মাশিকুর রশীদ ঢালী মুকুটসহ এক ঝাক অভিজ্ঞ ক্যামেরাম্যান। ৮০ভাগ দৃশ্য লোকালে ও আউটডোরে চিত্রায়িত করা হবে বলে “আলোকিত মানুষ”স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (শর্টফিল্ম) এর প্রোডাকশনে দায়িত্বরত বড় কন্যা আফরোজা রশীদ ঢালী হাসি জানান। সবচেয়ে মজার ব্যাপার হলো এই “ছবি কথা বলে” এ্যালবাম ও “আলোকিত মানুষ” নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (শর্টফিল্ম) নির্মাণে আলোকচিত্র সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালীর পরিবারের সদস্যরাই বিভিন্ন টিমে মিলে মিশে যতœসহকারে দায়িত্ব নিয়ে কাজ করছেন। বর্তমান সরকারের মাননীয় আইনমন্ত্রীর ভালোবাসা আর এলাকার ব্যাপক উন্নয়নের টানে প্রায় দীর্ঘ দিন পর আবার তিনি এই কাজে হাত দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চলচ্চিত্রের সাবেক আলেঅকচিত্র গ্রাহক (ক্যামেরাম্যান) খ.ম.হারুনুর রশীদ ঢালী। তিনি সর্বশেষ প্রশ্নর উওরে এক কথায় বলেন; সবাই মানুষ কিন্ত আলোকিত মানুষ সবাই হতে পারে না। তিনিই হতে পারেন যিনি আলোকিত মানুষ হওয়ার সকল গুণাবলী আছে । খ.ম.হারুনুর রশীদ ঢালী আরো জানান একটি গ্রামের লাল টিনের বাড়ির কাহিনী দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (শর্টফিল্ম) “আলোকিত মানুষ” যাত্রা শুরু। এই লাল টিনের  বাড়ির নির্মিত মালিকই গল্পের  মূূল নায়ক আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (শর্টফিল্ম) এর মূল অভিনেতা মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপি। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (শর্টফিল্ম) এর শুটিং এর কাজ আইনমন্ত্রীর নিজ গ্রামের বাড়ি  পানিয়ারূপ ও ঢাকা বনানী বাড়ির কিছু দৃশ্য আর কসবা কোল্লাপাথর এবং আখাউড়া মোস্তফা কামাল সমাধিস্থল সহ নির্বাচনী এলাকার উন্নয়নের কাহিনী নিয়ে নির্মাণ হচ্ছে“আলোকিত মানুষ”নামে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি (শর্টফিল্ম)। ফিল্মটি জুড়ে রয়েছে তিনটি গান। গান গুলো গেয়েছেন বাংলাদেশের দুইজন বিখ্যাত কন্ঠ শিল্পী ফকির শাহাবুদ্দিন ও সাজু। গানের গীতিকার ও সুরকার কসবার কৃতি সন্তান একাধিক এ্যালবামের গীতিকার ও সুরকার অতিথি আরজু।
এই শর্টফিল্মে রাজধানীসহ কসবা-আখাউড়ার প্রবীন ও নবীন রাজনৈতিক,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি এবং এলাকায় উন্নয়ন কর্মকান্ডে স্থানীয় সরকারি-বেসকারী প্রতিষ্ঠানের (সম্পৃক্ততা আছেন) স্ব-স্ব কর্মকর্তাদের বক্তব্য ধারণ করা হতে পারে। তবে শর্টফিল্মে’র  সার্বিক ব্যবস্থাপনায় মাননীয়  আইনমন্ত্রীর এপিএস এডভোকেট রাশেদুল কাওসার জীবন ভাই ছাড়া এই বিষয়টি নিশ্চিত  করে এখন বলা যাচ্ছে না। নির্বাচনী  এলাকার বিভিন্ন স্থানে “আলোকিত মানুষ” নামে এই চিত্র এ্যালবাম ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির (শর্টফিল্ম) শতাধিক ব্যানার-সাইন বোর্ড লাগানোর ফলে জনগণের দৃষ্টি কেড়েছে এই আলোকিত মানুষ  নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ব্যানার ও সাইন বোর্ডের দিকে। এখন একটাই রব উঠেছে সারা কসবা-আখাউড়ায়  কবে প্রদর্শনী হবে এই “আলোকিত মানুষ ”নামের (শর্টফিল্ম) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ।






Shares