কসবায় জমির বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকসহ আহত তিন
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপির বড় বায়েক গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মামলা মোকাদ্দোমা চলমান আছে। এই চলমান থাকার পরও শনিবার সকালে জমি ভোগ দখলকারী আঃ রহিম(৪২) সাংবাদিক ও তার ভাই আব্দু রউফ(৪৫), আব্দুল জলিল(৮০)কে সাথে নিয়ে দেখতে গিয়ে প্রতি পরা পূর্ব পরিকল্পিত ভাবে প্রতি পক্ষ আবু তাহের ও তার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।আহতদেরকে কসবা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বর আহত আব্দু রহিম সাংবাদিককের অবস্থা বেগতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।অপর দিকে তাহের মিয়ার একজন আহত হয়েছে।উভয় পরে দুইজন কসবা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।উভয় পই কসবা থানায় অভিযোগ দায়ের করেছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার জানান।ঢাকাস্থ অবস্থানরত কসবা উপজেলা প্রেসকাবের সহ সভাপতি,সাংবাদিক আব্দুর রহিমের উপর সস্ত্রাসীটাইলে হামলা চালিয়ে আহত করায় কসবা উপজেলা প্রেসকাব এর সকল সাংবাকিরা তীব্র প্রতিবাদ সহ নিন্দাজ্ঞাপন করেন। |