Main Menu

সরাইলে রাজস্ব ফান্ডের ৯৮ হাজার টাকা উত্তোলন এক মাসেও ক্রয় হয়নি ল্যাপটপ

+100%-

সরাইল প্রতিনিধি: সরাইল উপজেলা পরিষদের রয়েছে জনস্বার্থমূলক নানান কর্মকান্ড। ডিজিটাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত কাজ করতে দুইটি ল্যাপটপ কম্পিউটার কেনার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বার্থে এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা পরিষদের রাজস্ব ফান্ড থেকে গত ২০ জুন ৯৮ হাজার টাকা উত্তোলন করা হয়। সোনালী ব্যাংক সরাইল শাখা হিসাব নং সি-৫৪৭ থেকে (চেক নং-৪৫৯২৪৮৪) এ টাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একাধিক চেকের মাধ্যমে আপ্যায়ন বিল বাবদ ৬০ হাজার টাকা ও গাড়ি মেরামত বাবদ ৩০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। ব্যাংক হিসাব থেকে ৯৮ হাজার টাকা উত্তোলনের এক মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে ল্যাপটপ দুইটি কেনা হয়নি আদৌ। এ নিয়ে চলছে নানা মুখরোচক আলোচনা। সংশ্লিষ্ট অনেকে বলছেন ল্যাপটপ কেনার নামে এ টাকা অবশেষে আত্মসাৎ করা হবে। ভেস্তে যাবে সরকারের মহান উদ্যোগ। এ বিষয়ে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন বলেন, উপজেলা পরিষদের জন্য কোন কম্পিউটার কেনা হয়নি। অনেক আগে বিষয়টি শুনেছিলাম। ল্যাপটপ কেনার টাকা কখন উত্তোলন করা হয়েছে তাও আমার জানা নেই। মহিলা ভাইস চেয়াম্যান আরো বলেন, কয়েকদিন আগে ল্যাপটপের ব্যাপারে উপজেলা চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছি। তখন তিনি উত্তেজিত হয়ে আমাকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে আমি  তোমাকে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করেছি। এখনো ল্যাপটপ ক্রয় না করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, পরিষদের রাজস্ব ফান্ড থেকে উত্তোলিত ক্যাশ টাকা কারো হাতে দীর্ঘদিন রাখার কোন বিধান নেই। এ ব্যাপারে সরাইল উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান মিয়া বলেন, রাজস্ব ফান্ডের টাকায় আগামী সপ্তাহের মধ্যে ফোরা নামক কোম্পানি থেকে ল্যাপটপ দুটি কেনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিলা ভাইস চেয়ারম্যানকে ল্যাপটপ দিতে চরম আপত্তি জানান। পরে আমার অনুরোধে তিনি রাজি হন।






Shares