Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য নিহত-গ্রেফতার ৫

+100%-

kasba30915কসবা উপজেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় (অবঃ) সেনা সদস্য হাজী আবু নাছের (৬০) নামে একজন খুন হয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১০টায় হামলার শিকার হওয়া কসবা পৌরসভার গৌরিয়ারূপ দক্ষিণ পাড়ার গ্রামের মৃত হাজী আব্দুল খালেক মিয়ার পুত্র হাজী আবু নাছের ঘটনাস্থলে মারা যান।
ঘটনার সাথে জড়িত একই গ্রামের ৫জনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,গৌরীয়ারূপ গ্রামের দক্ষিণপাড়ার হাজী আবু নাছের প্রতিষ্ঠিত সিরাজীয়া হাফেজিয়া মাদাসায় জিকির করছিলেন।
মসজিদের বিরোধকে কেন্দ্র করেই এই সময় প্রতিপক্ষ নাছির,রেজ্জাক বল্লম দিয়ে পেটের ডান দিকে গাই মেরে ধরে রাখে। ঘটনাস্থলেই হাজী আবু নাছের মৃত ঘটে।
তাকে কসবা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে গ্রেফতার ৫জন সহ আরো আসামী দিয়ে মামলার করার প্রস্তুতি চলছে বলে নিহতর ছেলে জানান।
এদিকে আজ সকালে নিহতের লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
কসবা থানার পরিদর্শক (ওসি)চলতি দায়িত্ব উপ পুলিশ পরিদর্শক শেখ হাফিজুর রহমান বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৫জনকে গ্রেফতার করা হয়েছে।
’এই দিকে নিহতর বড় ছেলে হোসাইন আহাম্মেদ নান্টু জানান,আমার বাবার হত্যাকান্ডকে স্বাভাবিক ভাবে গ্রামের কেউ মেনে নিতে পারছেন না। আমি হত্যাকারীদের ফাঁসীর দাবী করছি। একই গ্রামের গ্রেফতারকৃতরা হলেন,মুসলেম উদ্দিন(৫০),মোহাম্মদ আলী(৬৪),মিন্টু মিয়া(৬২),ইসমাইল (২৮),দৌলত মিয়া(৩৫)।






Shares