Main Menu

ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়না ….কসবা উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক ভূইয়া

+100%-

Brahmanbaria School Pic 20-02-2016প্রতিনিধি:: কসবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. আনিসুল হক ভূইয়া বলেছেন, ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়না। আপনাদেরকেও দেখতে হবে বিদ্যালয়ে ঠিকমতপাঠ দান দেওয়া হচ্ছে কি না । শিক্ষার্থীরা বাড়ীতে ঠিকমত পড়া লেখা করে কি না, পথে কোন অসৎ সঙ্গের সাথে সময় দেয় কি না এগুলোও তদারকি করা অভিবাকদের দায়িত। তাই সকলকে এ বিষয়ে সচেতন আহবান জানান। তিনি কসবা উপজেলার শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোঃ আবদুর রউফ, বাদৈর ইউপি চেয়ারম্যান মারুফ হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, শিকারপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ধানিসুর রহমান মৃধা প্রমূখ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সারোয়ার হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষিকা লুৎফা খানমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






Shares