Main Menu

কসবায় মাঠে গরম হাওয়ায় ২০একর ধানের জমির ফসলের ক্ষতি

+100%-

kasbaকসবা প্রতিনিধি:: কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে এবছর গরম হাওয়ার কারণে ফসলি ধানের জমি ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এবার বাম্পার ফলন হলেও গরম হাওয়ার কারণে ২৮ রোপিত ধানের জমির ফসল ক্ষতিসাধনের বিষয়টি কৃষকরা দিশেহারা ওঠেছে। সবচেয়ে বেশী গরম হাওয়ায় ক্ষতিগ্রস্থ এলাকা রয়েছে কসবা উপজেলা বিনাউটি ইউপি আকাবপুর ও চক চন্দ্রপুর মাঠে। এই মাঠে প্রায় ২০ একর জমির ধান ক্ষতিগ্রস্থত হয়েছে।

আকাবপুরের অহিদ মিয়াসহ জমির অনেক মালিকরা জানান,এই মাঠের অধিকাংশ জমির ফসল নষ্ট হয়ে পড়েছে। কসবা উপজেলা কৃষি অফিস সংবাদ পেয়ে আবকাবপুর ও চক চন্দ্রপুর মাঠে পরিদর্শনে আসলে গরম হাওয়ার কারণে এই নষ্ট হওয়ার মূল কারণ বলে ভুক্তভোগিরা জানান।
এই দিকে কসবা উপজেলা কৃষি অফিসার মো: কবীর হোসেন জানান; অকালে বা অসময়ে চারা রোপন ও রোপনের মধ্যভাগ সময়ে সেচ প্রদানে ব্যর্থ অপর দিকে মাঠে প্রচন্ড গরম হাওয়ার কারণে ফসলি জমি ক্ষতি হয়েছে ।






Shares