Main Menu

কসবায় টয়লেট থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ॥ চোরাকারবারী গ্রেপ্তার

+100%-

কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রায় সাড়ে তিন মন ভারতীয় গাঁজাসহ আশিক মিয়া (২৮) নামে এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। আজ শুক্রবার (২৮ জুলাই) ভোররাতে গোপন সংবাদে কসবা থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামে গ্রেপ্তারকৃত আশিকের বাড়ির টয়লেটের ভিতর থেকে বস্তাভর্তি অবস্থায় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক কসবা উপজেলার হরিপুর গ্রামের রেনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে আশিককে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের মাদক কারবারী আশিক মিয়ার বাড়িতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান ভারতীয় গাঁজা মজুদ রাখার গোপন সংবাদ পান কসবা থানা পুলিশ। পরে ভোররাতে আশিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে খোঁজে না পেয়ে সন্দেহবশত টয়লেট চেক করতে গিয়ে দেখতে পায় বস্তায় ভরে রাখা গাঁজা। পরে গাজা জব্দ করে আশিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব গাঁজাসহ চোরাকারবারী আশিককে আটক করতে সক্ষম হয়েছি। প্রায় সাড়ে তিন মন গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






Shares