পৌষ পাবন ও পিঠা উৎসব ১৪২৩
দেশীয় পিঠার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের বিকল্প নেই :: পৌর মেয়র নায়ার কবীর
পৌষ পাবন ও পিঠা উৎসব ১৪২৩ বঙ্গাব্দ উপলক্ষে আখাউড়ায় ধলেশ্বড় গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার ও মাদার্স ক্লাবের যৌথ আয়োজনে আকছির চৌধুরী চ্যারেটি ট্রাস্টের সৌজন্যে দিনব্যাপী পিঠা উৎসব ও নববধূ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট চলচিত্র শিল্পী নাট্য ব্যক্তিত্ব জিতু আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর। রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডঃ আকছির এম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী উজ্জল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, বাংলার চিরায়ত সংস্কৃতির অন্যতম অংশ আমাদের দেশীয় পিঠা। বর্তমানে আমরা আধুনিক সংস্কৃতির ছোঁয়ায় দেশীয় পিঠা হারিয়ে ফেলতে বসছি। তাই এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের দেশের প্রতিটি স্থানে পিঠা উৎসব করা অত্যন্ত জরুরী। রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার ও মাদার্স ক্লাবের যৌথভাবে যে পিঠা উৎসবের আয়োজন করেছে তা দেশীয় এই সংস্কৃতিকে টিকিয়ে রাখাতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। আলোচনা শেষে পিঠা উৎসবে প্রায় ২০টি স্টলের অংশগ্রহনকারীদের হাতে তৈরী দেশীয় পিঠা পরিদর্শন করেন এবং ১ম,২য় ও ৩য় পর্যায়ে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করেন। এছাড়াও গ্রামের নববিবাহিত নববধূদের ম্যাডেল প্রদান করে সম্মানিত করা হয়।