আখাউড়ায় ১৪৪ ধারা



আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুরশিদ শাহরিয়ার জানান, আইন শৃংখলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে।
প্রসঙ্গত, গত রোববার বিএনপির ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে আখাউড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পরদিন সোমবার পৌর শহরের সড়ক বাজারে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি হলে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে। এতে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। |
« নাসিরনগরে বিজেপি ও বিএনপির পৃথক হরতাল কর্মসুচী পালিত । (পূর্বের সংবাদ)