Main Menu

আখাউড়া থানার এসআইসহ পাচঁজনকে পিটিয়ে আহত

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থানার এসআইসহ পাচঁজনকে পিটিয়ে আহত করেছে উপজেলার ধরখাড় ইউনিয়নের চাঁনপুর  গ্রামবাসী। এসময় পুলিশের গাড়ীও ভাঙ্গচুর করা হয়। আহত এসআই আজহারুল, ২ জন কনস্টেবল ও আরো  ২ জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চাঁনপুর গ্রামের তাজুল ইসলাম (৫২) ও দুলাল (৪০) দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার  বেলা ১১ টায়  একটি চোরাই মটরসাইকেল উদ্ধার করতে গেলে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে আখাউড়া থানার সেকেন্ড অফিসার কানচর কান্তি দাস বলেন, চুরি হওয়া একটি মটরসাইকের চাঁনপুর গ্রাম থেকে উদ্ধার করে তার সাথে জড়িত থাকা দুলাল(৪০) নামের এক ব্যক্তিকে আটক করে ফিরার পথে চাঁনপুর বাজারে  গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে আচমকা পুলিশের উপর হামলা চালায় এবং গাড়ী ভাঙ্গচুর করে গ্রামবাসী।
তিনি আরো বলেন পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।


Shares