![](http://brahmanbaria24.com/wpa/wp-content/uploads/2013/02/br 7-2-13.jpg)
প্রতিনিধি : জেলার আখাউড়ায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পৌর শহরের মোটরস্ট্যান্ডে কয়েকঘন্টা চলা অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় প্রদিপ প্রজ্জ্বলনের পাশাপাশি কাদের কসাইয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন নয়ন, সৈয়দ যুবরাজ শাহ রাসেল,তানজিন শাহ,শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ। এদিকে একই দাবিতে জেলার আশুগঞ্জের মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রাতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে প্রতিবাদ সভায় জিয়া উদ্দিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সী, সংগঠনের জেলা সহসভাপতি সহ-সভাপতি মোবারক আলী চৌধুরী, মাইনুল ইসলাম মামুন, সজীবুর রহমান প্রমুখ। |