Main Menu

বিজয়নগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

+100%-

মোহাম্মদ মাসুদ,সরাইল ::২০১৫ সালে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় মানব উন্নয়ন সোসাইটি নামের একটি সংগঠন।

এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে মোকন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেশে ভেজাল বিরোধী অভিযানের আলোচিত ব্যক্তিত্ব যুগ্ম সচিব পরিচালক (আইন) রাজউক মো: রোকন-উদ-দোলা। ইউপি সদস্য ফয়সাল আহমেদ বাছিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মো: আজাদ ছাল্লাল, বিজয়নগর উপজেলার নির্বাহী  কর্মকর্তা মোহাম্মদ বশির উল্লাহ ভূঁইয়া, মানব উন্নয়নের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম প্রমূখ।

প্রধান অতিথি বলেন, মানব সেবার কোন বিকল্প নেই। ২০১২ সালে দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট পড়ে জীবন ও ঝর্ণা নামের দুই অসহায় দরিদ্র শিশুকে চিকিৎসা সেবা দিয়ে বাঁচিয়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করেছিল মানব উন্নয়ন সোসাইটি। এরই ধারাবাহিকতায় আজ তারা উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে শিক্ষা ক্ষেত্রে সেবার দৃষ্টান্ত স্থাপন করল। দেশ আজ শিক্ষা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সহ সকল দিক দিয়ে এগিয়ে চলছে। আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।






Shares