Main Menu

বিজয়নগরে জাতীয় সমবায় দিবস পালিত

+100%-

প্রতিনিধি : বিজয়নগরে ৪২ তম জাতীয় সমবায় দিবস পালিত। শনিবার সকালে উপজেলা চত্বরে সরকারী কর্মসূচীর অংশ হিসেবে এ দিবস পালিত হয়। উপজেলা সমবায় অফিসার গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধুরী, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, চম্পকনগর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হক বকুল। এছাড়াও বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, ইলিয়াস সরকার, জহিরুল ইসলাম, হাসান খান্দানি হাসেম প্রমুখ। উপজেলার প্রত্যেকটি সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। সমবায় সমিতির উদ্যোগে একটি বিশাল র‌্যালী শেষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বলেন, সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি। একমাত্র সমবায়ের মাধ্যমেই আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন।


Shares